মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের মাধ্যমে বই উৎসব পালন করেন,ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।
আজ পহেলা (জানুয়ারী)২০২৩ ইং তারিখ রবিবার সকালে সারা দেশের ন্যায় মাদারীপুরের ডাসার উপজেলার ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ সদস্যগন।
এসময় বিদ্যালয়ের নতুন বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াসমিন, ম্যানেজিং কমিটির বার বার নির্বাচিত সভাপতি মোঃ সাঈদ আহম্মেদ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য ইদ্রিস হাওলাদার, নির্বাচিত সদস্য মোঃ নান্নু খান, ফিরোজ হাওলাদার, আব্দুল সাত্তার আকন,আব্দুল হাকিম তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম ফকির সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।