শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি,মো:শিপু :-
শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইমরান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট সভায় বাড়ৈখালী ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে প্রথমে ধারণা গ্রহন করা হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য মোট ১ কোটি ৭৯ লাখ ৬ হাজার ৫৫৬ টাকার বাজেট ঘোষনা করা হয়।