ভেড়ামারায় সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট বহাল রাখার দাবিতে মানববন্ধন।

received_381572110949664.jpeg

রিপোর্টার,মো:আব্দুল হামিদ:-
ভেড়ামারা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা। ভেড়ামারা রেলওয়ে স্টেশন একটি পুরাতন রেলওয়ে স্টেশন একসময় স্টেশনটি জংশন ছিল। তখন ভেড়ামারা থেকে রাইটা পর্যন্ত ট্রেন চলাচল করতো যা আজ বিলুপ্ত । ব্রিটিশ আমলের পুরাতন রেলওয়ে স্টেশন হলো ভেড়ামারা। দৌলতপুর মিরপুর ও ভেড়ামারা উপজেলার প্রায় লক্ষ্য লক্ষ মানুষের জনপদ এই অঞ্চলের মানুষ ভেড়ামারা স্টেশন থেকে সুন্দরবন- বেনাপোল ও চিত্রা এক্সপ্রেস হয়ে ঢাকা যাতায়াত করতো এই সুবাতে ভেড়ামারা প্রান্তিক জনগণ ব্যবসা-বাণিজ্য দিনমজুর মানুষের কিছু সুবিধা ভোগ করতেন। ইতিমধ্যে সুন্দরবন- বেনাপোল এক্সপ্রেস রুট পরিবর্তন করেছে’ ও চিত্রা এক্সপ্রেস এর রুট ও পরিবর্তনের আলোচনা চলছে। সুন্দরবন – বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুইটি রুট পূর্ণবহাল ও জুন মাস থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেন বহাল রাখার প্রতিবাদে ২৫ শে মে শনিবার সকাল ১০ ঘটিকায় ভেড়ামারা মিরপুর দৌলতপুর এলাকার জনসাধারণকে নিয়ে ভেড়ামারা রেলওয়ে স্টেশনে নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন করেন ভেড়ামারা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে গত বছর ১ নভেম্বরে সুন্দরবন এক্সপ্রেস ও ২ নভেম্বর বেনাপোল এক্সপ্রেস রুট পরিবর্তন করে খুলনা থেকে পদ্মা সেতুরে হয়ে খুলনা – ঢাকা রুটে চলাচল করে। যার ফলে ভেড়ামারা মিরপুর দৌলতপুরের তিন উপজেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তিতে পড়েন। আবার এরই মাঝে শোনা যাচ্ছে যে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ও জুন থেকে রুট পরিবর্তন করবে। ভেড়ামারা সহ মিরপুর দৌলতপুরের লক্ষ লক্ষ যাত্রী যমুনা সেতু হয়ে ঢাকা যাতায়াত করত তাদের এখন ভোগান্তির শেষ নেই। সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি তুলে নেওয়ায় এ অঞ্চলের মানুষের দুর্ভোগ দুর্দশা বেড়ে গেছে। স্টেশন সংলগ্ন বাজারের ব্যবসায়ী গন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই অঞ্চলের জনসাধারণ মনে করেন তাদের গুরুত্ব কমে যাচ্ছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা নাগরিক কমিটি;ও সভাপতি ডাঃ এস এম মোস্তানজিদ লোটাস, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজেলা শাখার সাধারন সম্পাদক শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, অসিত সিংহ রায়, নজরুল ইসলাম নজু, আবু দাউদ, তানজিন হাসান মিথুন, আলহাজ্ব মাহাবুল আলম বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, আরিফুজ্জামান লিপটন, প্রদীপ সরকার, আসলাম উদ্দীনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৌলতপুর উপজেলা বাসী, মিরপুর উপজেলা বাসী, ভেড়ামারা উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক হিতৈষী সংঘ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভেড়ামারা উপজেলা শাখা, ভেড়ামারা এসএসসি ব্যাচ’ ৮৮, এসএসসি ব্যাচ, ৮৫, আমরা ৮৬ব্যাচ, বিজেএম ডিগ্রী কলেজ, ভেড়ামারা কলেজ শিল্প ও বণিক সমিতি, মারকাযুল উলুম ছকিনা ইসলামিয়া মাদ্রাসা, কুষ্টিয়া জেলা নাগরিক কমিটিসহ অর্ধ শতাধিক সংগঠন মানববন্ধনে অংশ গ্রহন করেন।বক্তারা বলেন সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের

কারণগুলো চিহ্নিত করে ভেড়ামারা খুলনা থেকে ভেড়ামারা হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পুর্নবহাল ও চিত্রা এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করা হলে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচী দেওয়া হবে বলে জানান

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top