মো : গোলাম ইয়াজদানী,ময়মনসিংহ সদর প্রতিনিধি:-
রহমতপুর বাইপাস, ময়মনসিংহ সদরের
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন আজহার ফিলিং স্টেশন, সিএনজি গ্যাস পাম্পে ভ’য়া’ব’হ আ’গু’ন ও বি:স্ফো’রণ ঘটে । জানা যায় যে এল পি জির একটি ট্যাংকার আনলোড করার সময় ঘটে আগুনের সূত্রপাত।
আজহার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়, ঘটনাস্থলেই একজন প্রাইভেটকার চালক ( কিসমত সরকার, হিমেল) আগুনে দগ্ধ হয়ে মারা যান । আশংকাজনক অবস্থায়
আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৬ জন ।
সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।