মোঃ শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধ ঃ
পটুয়াখালী-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য আজ মনোনয়ন ফরম জমা দিলাম মোঃ রাজিব পারভেজ । গত ২১ অক্টোবর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এড. মোঃ শাহজাহান মিয়া ইন্তেকাল করায় আসনটি শুন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। জনপ্রিয় এই রাজনীতিবিদের মৃত্যুর শোক না কাটতেই সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য পটুয়াখালী ১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। মোঃ রাজিব পারভেজ বলেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন লাভের প্রত্যাশায় অনাকাঙ্ক্ষিত এ নির্বাচন প্রক্রিয়ায় শামিল হতে হলো। লক্ষ্য ছিল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নিজেকে প্রস্তুত করা।
তিনি আরো বলেন রাজনীতির একটি অনুষঙ্গ হলো জনপ্রতিনিধি হওয়া। তবে এটাই একমাত্র বা মূল উদ্দেশ্য নয়। জনমানুষের জন্য কাজ করা ও পাশে থাকার সুযোগ লাভের জন্য দলীয় পদ-পদবী ও সরকারে প্রতিনিধিত্ব রাজনৈতিক কার্যক্রমকে অধিকতর বেগবান করে। এ লক্ষ্যেই আমার এগিয়ে চলা। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি আমার কার্যক্রম অব্যাহত রাখব। আপনাদের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে সবসময় রাজনীতি করার চেষ্টা করব। জনগণের পাশে থেকে কাজ করতে চাই তাদের সুখে দুখে পাশে থাকতে চাই সব সময় ।