প্রেমের টানে জার্মান তরুণী এখন বরিশালে

5945646465-1.jpg

খোকন হাওলাদার, বরিশাল :
প্রেমের সম্পর্কে বিয়ে করার একবছর পর সুদূর জার্মানি থেকে বাংলাদেশের
বরিশালের শ্বশুড় বাড়িতে এসেছেন আলিসা থেওডোরা পিত্তা নামে এক তরুণী। এর
আগে ইসলাম ধর্মগ্রহণ করে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাকিব
হোসেন শুভকে তিনি বিয়ে করেছেন।
বিদেশী নাগরিক বধূ নিয়ে আসার খবর পেয়ে দলবেঁধে তাদের দেখতে আসেন
গ্রামবাসী। পরে নববধূকে ফুল দিয়ে বরণ করেন শুভর স্বজনরা। নতুনভাবে বিয়ের
উৎসবের আয়োজন করেছেন শুভর পরিবার। আগামী ৯ মার্চ হবে গায়ে হলুদ। ১০
মার্চ গ্রামবাসীর জন্য বউ ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরআগে গত ৪
মার্চ বিকেলে নববধূকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
আসেন শুভ। শনিবার (০৫ মার্চ) বিকেলে হেলিকপ্টারযোগে তারা বরিশালে এসে
পৌঁছেছেন।
শুভ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল
ইসলামের ছেলে। রেলওয়ে ডিপ্লোমা পাস করে ২০১১ সালে তিনি জার্মানিতে পাড়ি
জমান। সেখানে সিটি রেলওয়ে সার্ভিসের সুপারভাইজার হিসেবে কাজ নেন।
একপর্যায়ে স্থানীয় বেইলি ফিল্ড ডায়ালন্ড্রোভ এলাকার বাসিন্দা আলিসা থেওডোরা
পিত্তার সাথে শুভর পরিচয় হয়। আলিসা পেশায় একজন নার্স। তার বাবা ও মা সেখানের
চাকরিজীবী।
শুভ বলেন, আলিসার সাথে পরিচয়ের সূত্রধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে
গত বছরের ৫ মার্চ আলিসা ইসলাম ধর্মগ্রহণ করে আলিসা বেগম হিসেবে
আমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর এবারই প্রথম জার্মানি থেকে
নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছি। আলিসার সাথে তার বান্ধবী লেইসা
এসেছে। শুভ আরও বলেন, আমরা বিয়ে করেছি বিদেশে। সেখানে আমাদের সমাজের
রীতিনীতি ও উৎসব পালন করতে পারিনি। তাই নতুনভাবে বিয়ের উৎসবের আয়োজন
করা হয়েছে।

শুভর বাবা চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ছেলে
বিদেশে বিয়ে করেছে। বিয়ের একবছর পর পুত্রবধূকে নিয়ে দেশে ফিরেছে।
গ্রামবাসী ও আত্মীয়-স্বজনকে ছেলের বিয়েতে দাওয়াত দিতে পারিনি। এজন্য
গায়ে হলুদ ও বউ ভাতের আয়োজন করা হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top