মুন্সিগঞ্জ প্রতিনিধি:-
মুন্সীগঞ্জ মাত্র ১০ টাকায় বিক্রি হয়েছে ৮ প্রকারের ইফতারি পণ্য।মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলা কামারখাড়া মাঠে বসে নিম্নআয়ের মানুষের জন্য এমন ব্যতিক্রমী বাজার।
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার(১৬ মার্চ) সকালে এমনই হাটের দেখা মিলে।
সরজমিনে দেখা যায়,কামারখাড়া মাঠে একে একে ৪টি স্টল সাজিয়ে বসানো হয়েছে।প্রতিটি স্টলে সাজানো রয়েছে ইফতারের বিভিন্ন খাদ্য সামগ্রী।কোনটিতে তেল, কোনটিতে ডাল,পেঁয়াজ,আবার কোনটিতে মুড়ি,চিনি,বুট,খেজুর, চিরাতো রয়েছেই।লাইন ধরে একে একে এ বাজারে আসছেন নিম্নআয়ের মানুষ।উপস্থিত সেচ্ছাসেবীদের হাতে ১০ টাকা দিলেই দেওয়া হচ্ছে একটি ব্যাগ। প্রতিটি পণ্য এক কেজি করে নিতে পারছেন সবাই।
স্বল্প আয়ের মানুষদের জন্য এমন বাজারের আয়োজন করে ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’।৩০০ নারী-পুরুষের মধ্যে ইফতার পণ্যগুলো তুলে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি।
ইফতার পণ্য কিনতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,সকাল সাড়ে সাতটার দিকে তারা এসে লাইনে দাঁড়ান। ১০ টাকায় কেনেন এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিড়া,এক কেজি চিনি, এক কেজি বুট,এক কেজি ডাল, এক কেজি মুড়ি,এক কেজি পেঁয়াজ ও আধা কেজি খেজুর।
ইফতার পণ্য কিনতে পেরে আনন্দিত কামারখাড়া গ্রামের রহিমা খাতুন বলেন,তেল,পিঁয়াজ,চিনি,মুড়িসহ কতকিছু পাইলাম ১০ টাকায়।বাজারে কিনতে গেলে কি এ টাকায় এসব পাইতাম? আল্লাহ অগো (আয়োজক)ভালো রাখুক।
একই গ্রামের সালমা আক্তার বলেন, বাজারে জিনিসপত্রের অনেক দাম। রোজা আসামাত্র সেই দাম আরও বাড়ছে।১০ টাকায় আট পদের ইফতার কিনতে পেরে ভালো লাগছে।
সামছু মিয়া নামের একজন বলেন, ১০ টাকায় যেসব জিনিসপত্র কিনতে পেরেছি,তা বাজারে কিনতে গেলে দাম পড়বে হাজার টাকা।যারা কম টাকায় ইফতার পণ্য দিল,তাদের দোয়া করি।
আয়োজক সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা বলেন, ‘আল্লাহ যতদিন সামর্থ্য দেবে, ততদিন এ আয়োজন করে যাব। এ বছর রোজায় ১০ টাকায় ৩০০ নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পেরেছি।আগামীতে আরও বড় আয়োজন করার চেষ্টা থাকবে।এমন আয়োজন এ বছর নিয়ে তৃতীয় বছরের মতো ১০ টাকার ইফতার সামগ্রী বিক্রির আয়োজন করা হলো।