মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
শশুর-শাশুড়ি, স্ত্রী ও শালিকে দায়ী করে ক্যাপশন দিয়ে গজারিয়ায় এক যুবকের ফেসবুক লাইভে বিষপানে আত্মহত্যা।
মুন্সীগঞ্জের গজারিয়ায় দাম্পত্য কলহের জের ধরে ফেসবুক লাইভে এসে নিজের মৃত্যুর জন্য শ্বশুর-শাশুড়ি, স্ত্রী এবং তার শালিকে দায়ী করে বিষ পানে আত্মহত্যা করেছে এক যুবক।
নিহত ওই যুবকের নাম মোঃ শাহজালাল (২৮) বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন এর আড়ালিয়া গ্রামে মাহফুজ পাগলার ছেলে।
গতকাল দিবাগত রাতের ফেসবুক লাইভ ভিডিও’তে দেখা যায়, যুবক তার দাম্পত্য কলহ নিয়ে কথা বলছেন। সংসার জীবনে তার দুটি সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তাদের দাম্পত্য কলহ বাড়তে থাকে পরে তার স্ত্রী তাকে ছেড়ে তার শ্বশুর বাড়িতে থাকা শুরু করে। তিনি বলেন তার স্ত্রীর অনেক চারিত্রিক সমস্যা রয়েছে তারপরও সন্তানদের কথা চিন্তা করে তিনি সংসার চালিয়ে যেতে চেয়েছেন। কালান্তরে স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনকে অনেক বুজানোর চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে বুজাতে না পারায় আত্মহনের পথ বেছে নিয়েছে বলেও ভিডিও তে তিনি উল্লেখ করেন।
ভিডিওতে আরোও দেখা যায় তিনি বলছেন, আত্মহত্যা মহাপাপ এটা জেনেও আমি আত্মহত্যার পথ বেছে নিলাম আপনার আমাকে ক্ষমা করে দিয়েন।
পরে খবর নিয়ে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে অবস্থা খারাপ হতে থাকলে তাকে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহজালাল।
এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানায় স্থানীয় ভাবে আত্মহত্যার একটি খবর পেয়েছি।ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ পরিদর্শক এই বিষয়ে পরবর্তি আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন।