হবিগঞ্জ মাধবপুরে বিজিবি’র পৃথক অভিযানে গাঁজা’সহ আটক-২ অটোরিক্সা জব্দ

received_770131131712763.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজা’সহ মো. সোহাগ মিয়া (৩১) এবং সুজন শাহ (২৬) নামে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে ধর্মঘর বিওপি ক্যাম্পের জোয়ান সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটক সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাকহরষপুর হাজী বাড়ির মো.কেনু মিয়ার ছেলে এবং সুজন শাহ একই থানার হরষপুর গ্রামের মিশু মিয়ার ছেলে।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের ধর্মঘর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজা‘সহ দুই যুবককে
আটক করে। এসময় মাদক পরিবহনের দায়ে
একটি অটোরিক্সা ও জব্দ করা হয়।

অপরদিকে, হরষপুর বিওপি বিজিবি ক্যাম্পের সদস্যরা একইদিন রাত সাড়ে ৮টার দিকে আরেক অভিযানে সীমান্তবর্তী রাজেন্দ্রপুর গ্রাম থেকে ভারতীয় ৩০ কেজি গাঁজাসহ একটি অটোরিক্সা জব্দ করেছে।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ
পিএসসি উল্লেখিত বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান-সীমান্তে মাদক দমনে তৎপর বিজিবি’র সরাইল ব্যাটালিয়ন। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top