পাকুন্দিয়া কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয় ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

received_313002751422123.jpeg

মোঃসুমন মিয়া,জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:-

কিশোরগঞ্জ পাকুন্দিয়া পুলেরঘাট ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনির কল উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ই মার্চ ) সকালে স্কুল
প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সভাপতিত্ব করেন জনাব এমদাদুল হক জুটন,সভাপতি কালিয়াচাপড়া চিনিরকল উচ্চ বিদ্যালয় ও চেয়ারম্যান ৬ নংপাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট সোহরাব উদ্দিন মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ ২-(পাকুন্দিয়া -কটিয়াদী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন * জনাব মোঃ বিল্লাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাকুন্দিয়া। *জনাব আসাদুজ্জামান টিটু পি পি এম অফিসার ইনচার্জ পাকুন্দিয়া থানা। *জনাব মোঃ ওমর ফারুক ভূঁইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পাকুন্দিয়া। *জনাব মোঃ শরফুল ইসলাম উপজেলা একাডেমী সুপারভাইজার পাকুন্দিয়া । এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ *জনাব শামীম আহমেদ সাধারণ শিক্ষক সদস্য ম্যানেজিং কমিটি। *জনাব মোঃআশিকুর রহমান সাধারণ শিক্ষক সদস্য ম্যানেজিং কমিটি। *জনাব জেসমিন আরা বেগম সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য ম্যানেজিং কমিটি। * জনাব আনোয়ার হোসেন সোহেল অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটি। *জনাব ইসলাম উদ্দিন অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটি। *জনাব নুরুল বাশার অপু অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটি। *জনাব আলী হোসাইন অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটি। *জনাব ফিরোজা খাতুন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটি। *জনাব মোঃ মুর্শিদ আলী শিক্ষা অনুরাগী সদস্য কারিগরি শাখা ম্যানেজিং কমিটি ।* জনাব আশরাফুল ইসলাম কো-অপ্ট সদস্য ম্যানেজিং কমিটি। সার্বিক সহযোগিতা ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আমজাদ হোসেন। ক্রিড়া প্রতিযোগিতা পরিচালনা করেন জনাব মোঃসোহেল মিয়া এম এস এস বি পি এড সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা কালিয়াচপড়া চিনির কল উচ্চ বিদ্যালয়। ।এছাড়া উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা, শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।

অনুষ্ঠানে ছাত্রীদের দৌড়, ব্যাঙের দৌড়, দীর্ঘ লাফ, বস্তা দৌড়, বর্ষা নিক্ষেপ, স্মৃতি পরীক্ষাসহ অনেকগুলো প্রতিযোগিতা, খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।

এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top