স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরে পাঁচ বছরের এক কন্যা শিশুকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে ইসমাইল (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ইসমাইলকে অভিযুক্ত করে দুপুরে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনায় ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। ইসমাইল ওই এলাকার আলী আজমের ছেলে।
চন্দ্রগঞ্জ, থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক বলেন, অভিযুক্ত ইসমাইল তার প্রতিবেশী এক শিশুকে দোকান নেয়ার কথা বলে বাগানে নিয়ে ধর্ষণ করে বলে জানায় শিশু। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।