দোয়ারা বাজারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পূর্ন

received_2697257217083551.jpeg

এস এম আবু বকর,দোয়ারাবাজার সুনামগঞ্জ (প্রতিনিধি) :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক সাহেব,১৯৭১সালে দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে বীরত্তের শহিত অংশগ্রহণ করে দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন।তিনি আজ আমাদেরকে ছেড়ে চির বিদায় নিয়ে মহান রবের নিকট হাজির হণ। তার জানাজার নামাজ কুশিউড়া জামে মসজিদের মাটে অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় কুশিউরা জামে মসজিদের মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের জানাজার নামাজে রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত হয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফ মোর্শেদ মিশু, ও রনজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার, ছাতক /দোয়ারা , ওসি দেবদুলাল ধর, বীর প্রতীক ইদ্রিস আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড শফর আলী, যুবলীগের আহ্বায় ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসীমউদ্দীন রানা চৌধুরী ও দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম সহ এলাকার বিশিষ্ট মুরব্বি সমাজসেবক ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী গণ। সকলেই একমত পোষন করে বলেন মানুষ মরণশীল প্রত্যেক মানুষই একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।

সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন, স্বাধীনতা যুদ্ধের আগে তিনি পুলিশে কর্মরত ছিলেন যখন যুদ্ধের ডাক পড়ে সাথে সাথে দেশের স্বার্থে তিনি যুদ্ধে লাপিয়ে পড়েন। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বিজয় অর্জন করে আবার পুলিশে চাকরিতে যোগ দিয়ে দীর্ঘ সময় কাল চাকরি করে তিনি অবসরে চলে যান। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত নসিব করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top