স্টাফ রিপোর্টার:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা
চেয়ারম্যান পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী এ কে
এম সালাহউদ্দিন টিপু। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা
পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে তিনবার তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।
বুধবার (২৯ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল থেকে জানা যায়
এ তথ্য। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়।
জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ঘোড়া প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৩৯৭ ভোট। এ হিসেবে সালাহ
উদ্দিন টিপুর ভোটের ব্যবধান ৬৩ হাজার ৩০৭ ভোট।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলায় টানা তিনবার বিপুল ভোটে জয়ী হয়েছেন সালাহ উদ্দিন টিপু। এর মধ্যে
২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত এবং ২০১৮ সালে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন টিপু।