লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ:-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৬টায় মহাসড়কের মেঘনা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৭) এবং একই জেলা ও থানার সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)।
জানা গেছে, রাত সাড়ে ৬টার সময়ে মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে নিহত মোটরসাইকেল আরোহী তরুণদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
পরিবার ও পুলিশের বরাতে জানায়, নিহত আশরাফুল আলম সোনারগাঁয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও নিহত অসিম দাঊদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা দুই বন্ধু দুপুরে মোটরসাইকেল করে সোনারগাঁ ঘুরতে আসে। ঘুরা শেষে তাদের বাসায় যাওয়ার সময় মেঘনা ব্রিজের উপরে মাঝামাঝি স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মেঘনা ব্রিজের চট্টগ্রামগামী লেনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভিকটিমদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক চালক ও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তারা দুর্ঘটনা ঘটিয়েই দ্রুত চলে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।