বাকেরগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে কেন্দ্রিয় যুবলীগ নেতা বাদশাকে পেতে চায় এলাকাবাসী

received_386454623778125.jpeg

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। কয়েকটি ধাপে নেওয়া এ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হবে চলতি (জানুয়ারি) মাসের শেষের দিকে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বরিশালের বাকেরগঞ্জে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। চলতি মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার খবরে সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন। চায়ের দোকান থেকে সর্বত্রই চলছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কে হবেন আওয়ামী লীগের দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনী আলোচনায় সাধারণ ভোটারদের মুখে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশার নাম শোনা যাচ্ছে সর্বত্র।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিকের নৌকা মার্কার পক্ষে বাকেরগঞ্জের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা দিন রাত সভা-সমাবেশ, উঠান বৈঠক ও নিজ নিজ দলের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিকের জয়ের পেছনে মহানায়কের ভূমিকায় কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিশ্বাস মুতিউর বিশ্বাস বাদশা। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে যখন উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতা-কর্মীরা দলীয় প্রতিক নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পক্ষে নির্বাচনে নেমেছিলেন। ঠিক তখনই তিনি নৌকাকে বিজয়ী করতে শক্ত হাতে হাল ধরেন।

এমনকি স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর বিভিন্ন উঠান বৈঠকে আওয়ামীলীগ নেতারা যখন দলীয় প্রার্থীর নৌকা মার্কার বিরুদ্ধে জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন অপপ্রচার চালায়। এসব আওয়ামী লীগ নেতাদের অপপ্রচারের কড়া জবাব দিয়েছেন যুবকদের আইকন সাবেক ছাত্রনেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা।স্রোতের বিপরীতে বাকেরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল নেতা-কর্মীদেরকে চাঙ্গা করে দিনরাত শ্রম দিয়ে নৌকা মার্কার বিজয়ে যুবনেতা বাদশার ভূমিকা ছিল সত্যিই প্রশংসনীয়।

বেশ কয়েক বছর ধরেই যুবনেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা আওয়ামী লীগের দলীয় বিভিন্ন প্রোগ্রামসহ এলাকায় খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ-মাহফিলে অতিথি এবং গণসংযোগ করে এলাকার ভোটার ও কেন্দ্রীয় নেতাদের মন জয় করার চেষ্টা করেছেন। এলাকার ভোটার ও সাধারণ সচেতন মহল তার মত একজন সৎ, নিষ্ঠাবান ও গ্রহনযোগ্য প্রার্থীকে এলাকার উন্নয়নের জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় চায়। যাতে তিনি তার সততা, নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্মার্ট উপজেলা গড়তে পারেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top