বান্দরবান সদর থানা পরিদর্শন- করেন পুলিশ সুপার -শহিদুল্লাহ কাওছার,

Messenger_creation_575146821651012.jpeg

স্টাফ রিপোর্টার,ডেভিড সাহা:-

গতকাল ৪ নভেম্বর রোজ সোমবার বান্দরবান সদর থানা পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃশহিদুল্লাহ কাওছার পিপিএম বার।

পুলিশ সুপার বান্দরবান সদর থানা পরিদর্শন শেষে সকল ফোর্সের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সেবা , বিশুদ্ধ পানি ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তাদের সকল ধরনের সুযোগ সুবিধা-অসুবিধার কথা গুলো মনোযোগ সহকারে শোনেন । বিভিন্ন অসুবিধার ব্যাপারে ও যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ-সময় পুলিশ সুপার বলেন প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে জনগণ যথাযথ পুলিশি সেবা যেনও সঠিক ভাবে পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সদর থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top