লক্ষ্মীপুরে বসত ঘরে পেট্রোল ঢেলে আগুনে স্ত্রী সন্তানসহ নিহত

received_394966259531604.jpeg

মোঃ রাসেল, লক্ষীপুর চন্দ্রগঞ্জ প্রতিনিধ :

লক্ষ্মীপুরে কামাল হোসেন (৪০) নামে এক পাষন্ড বাবার আগুনে পুড়ে মারা গেছে সাত বছর বয়সী আয়েশা আক্তার। এসময় কামালের দেয়া আগুনে

স্ত্রী সুমাইয়া আক্তার ও তিন বছর বয়সী ছেলে আবদুর রহমান মারাত্মক দগ্ধ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ণ ইউনিট

হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, নেশার টাকা জোগাড় করতে না পেরে কামাল হোসেন এ হত্যাকান্ড ও অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এঘটনায় ঘাতক কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পুরান চতইল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

কামাল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পুরান চতইল্লার বাড়ির আমিন উল্ল্যাহর ছেলে। পেশায় তিনি একজন অটোরিক্সা চালক। নিহত আয়েশা আক্তার কামাল হোসেনের মেয়ে, আহত সুমাইয়া আক্তার (৩৫) ও আবদুর রহমান (৩) কামালের স্ত্রী ও ছেলে।

স্থানীয় বাসিন্দা মাহফুজ আলম, সিএনজি চালক মানিক হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে। মাদক সেবন ও ব্যবসা নিয়ে

পারিবারিকভাবে স্ত্রীর সাথে বাকবিতন্ডা প্রায়ই চলতো। ঘটনার সময় তারা শোরচিৎকার শুনে ঘটনাস্থলে আগুন নেভাতে আসেন। পরে তাদের কাছে কামাল দাবি করেন, পেট্রোল দিয়ে তিনি নিজেই আগুন দিয়েছেন। এসময় পুলিশ এসে লাশ উদ্ধার ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ণ ইউনিট হাসপাতালে পাঠান। 

 

আহত কামালের স্ত্রী সুমাইয়ার স্বজনরা জানান, সুমাইয়া বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার দপ্তরী পদে এ বছর চাকুরি পান। কামাল নেশা ও মাদক ব্যবসার সাথে জড়িত দাবি করে তারা বলেন, এ অগ্নিকান্ড এ কারণেই ঘটেছে।

 

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন, পারিবারিক অশান্তির কারণে এ ঘটনা ঘটতে পারে। ঘাতক কামাল পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top