রিপোর্টার,মোঃ মাজেদুল ইসলাম:-
বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাভার বিকেএসপিতে এই সাঁতার প্রতিযোগিতা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন আ,ন,ম তরিকুল ইসলাম পরিচালক ক্রীড়া পরিদপ্তর ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সারা দেশে থেকে আসা বিভাগীয় জুনিয়যার সাঁতারুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
সাঁতারে চ্যাম্পিয়ন পদক ৫ টি গোল্ড মেডেল পেয়ে ছে রাজশাহী বিভাগ। রানার্স আপ হয়ে ৪টি গোল্ড মেডেল জিতেছে খূলনা বিভাগ।