ইউক্রেইন ছেড়ে পালিয়েছে পাঁচ লক্ষাধিক মানুষ : জাতিসংঘ

dp-ucren-28-222.jpg

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইন ছেড়ে পালিয়েছে পাঁচ লক্ষাধিক মানুষ : জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রাশিয়ার আগ্রাসন এবং সামরিক অভিযানের মুখে ইউক্রেইন থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে চলে গেছে ৫ লাখেরও বেশি মানুষ।

এক টুইটে সংস্থাটি জানিয়েছে, “পালিয়ে যাওয়া এইসব মানুষদেরকে প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর।”

সিএনএন জানায়, এর আগে একটি টুইটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে জরুরি ভিত্তিতে এই দায়িত্ব বাস্তবিকভাবে ভাগাভাগি করে নিতে হবে।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের জবাবে ইউরোপীয় ইউনিয়ন এমনভাবে একতা এবং দৃঢ় পদক্ষেপ নিয়েছে যেমনটি আগে দেখা যায়নি। সোমবার রোমানিয়া সীমান্তের একটি ভ্রাম্যমান শরণার্থী শিবির থেকে একথা বলেছেন ইইউ’র হোম অ্যাফেয়ার্স কমিশনার উইভা জেসন।

তিনি বলেন, “আমি তহবিল সহায়তা, ব্যক্তিগত এবং অন্যান্য বিষয়ে সহায়তার ক্ষেত্রেও ইউরোপীয় কমিশনের উঠে দাঁড়ানোর প্রয়োজনীয়তা দেখছি।”

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top