ক্রাইম রিপোর্টার,তানভীর, নিজস্ব প্রতিবেদক:
অদ্য ১৯-০৯-২০২৩তারিখ সময় বিকাল ৫ ঘটিকায় রাজধানীর ডেমরা থানাধীন মাতুয়াইল কোনাপাড়া, কালাচান মিয়ার বাসার সামনে দিয়ে সুমন মন্ডল (৩৫) পিতা: শেনচান মন্ডল।
এবং সুমন মন্ডলের ছোট বোন রূপা মন্ডল তার শিশু ছেলেকে নিয়ে উল্লেখিত ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমতাবস্থায় একই এলাকার ঘাতক শ্রীকান্ত দাস উক্ত স্থান দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঘাতকের বাইসাইকেলের ধাক্কায় রুপা মন্ডলের শিশু ছেলেটি পড়ে যায়। পরে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ঘাতকের সাথে সুমন মন্ডলের কথার কাঁটাকাঁটি হয়।একপর্যায়ে ঘাতক শ্রীকান্ত দাস এবং তার ভাই শুকান্ত দাস ও অনন্ত দাস মিলে সুমন মন্ডল কে কিল ঘুসি মারে এবং ভাঙ্গা কাচের টুকরা দিয়ে সুমন মন্ডলের বুকের বাম পাশে এবং মাথায় আঘাত করে। এতে সুমন মন্ডলের বোন রুপামন্ডল বাধা দিলে তার বাম হাতেও আঘাত লাগে।পরে সুমন মন্ডল গুরুতর আহত হলে তাৎক্ষণিক সুমন মন্ডলের ছোট ভাই শাওন মন্ডল( 01947-745461) সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সুমন মন্ডলকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
বর্তমানে জরুরী বিভাগে চিকিৎসাধীন আছে। বুকে আঘাতের কারণে তার শারীরিক অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।