স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
শুক্রবার (১৯ জানুয়ারি) হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার দেয়া প্রতিশ্রুতি অনুসারে নিজে উপস্থিত থেকে চুনারুঘাট পৌরসভার মরানদীতে পরিষ্কারের কাজ চলাচ্ছেন। সরিজমিনে দেখা যায়,এলাকাবাসীকে সাথে নিয়ে ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত বিডিক্লিনের সদস্য তরুণেরা ওই কাজটি অংশ নিয়েছেন। এর আগের দিন ওই সংসদ সদস্য চুনারুঘাট উপজেলা প্রশাসনের মিলনায়তনে ইউএনও ,উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন। চুনারুঘাটের পৌর মেয়রকে ওই নদী পুনরুদ্ধারের কাজে অংশ নেয়ার জন্য আহ্বান জানানও তিনি। নবনিযুক্ত সংসদ সদস্য সুমন জানান,প্রথমে চুনারুঘাটের মরা নদীকে উদ্ধার করবো।তারপর আমার আসনের মাধবপুরে সোনাই নদীর কাজে হাত দেব। ধাপে ধাপে সবই করবো।