বান্দরবানের রুমা উপজেলা অস্ত্র-গোলাবারুদসহ অত্যাধুনিক প্রযুক্তির বিপুল সরঞ্জামাদি উদ্ধার বিজিবির।

Messenger_creation_2293581611012678.jpeg

স্টাফ রিপোর্টার:-

রোজ ২০শে সেপ্টেম্বর (শুক্রবার) বান্দরবান রুমা উপজেলার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়ায় সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবি জানায়, বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ী সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে এমন বিশ্বাস্ত তথ্য সূত্রে পাওয়া বিজিবি। এই প্রেক্ষিতে বিজিবির রুমা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকার আনুমানিক ৫.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সীমান্ত সংলগ্ন পাহাড়ি গ্রহীন জঙ্গলে একটি সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ২টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও/ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ১টি key ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডারসহ, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, উদ্ধার করা হয়। এছাড়াও ওই স্থানে অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ সমূলে ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top