তিতাস প্রতিনিধি:
কুমিল্লায় দাউদকান্দির গৌরিপুর পশ্চিম বাজারে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুন হওয়া যুবলীগ নেতা কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহীদ আল-হাসান।
স্থানীয় কয়েকজন জানান, ৩০ এপ্রিল রোববার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত জামাল তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি গৌরিপুর বাজারের একজন ব্যবসায়ী। সন্ধ্যায় গৌরীপুর পশ্চিম বাজারে গুলির শব্দ হয়। এরপর সেখানে জামালকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
স্বাস্থ্য কর্মকর্তা তৌহীদ আল-হাসান বলেন, রাত সাড়ে আটটার দিকে জামাল নামের একজনকে আনা হয়। তিনি গুলিবিদ্ধ ছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা তাকে মৃত ঘোষণার পর আত্মীয়-স্বজনরা তার লাশ নিয়ে যান।
তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ও কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ বলেন, হত্যার ঘটনাটি শুনেছি। জামাল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে তার রাজনীতি সক্রিয়তা বেশি ছিল দাউদকান্দি কেন্দ্রিক।
গুলিবিদ্ধ অবস্থায় জামাল হোসেনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো: মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষনা করেন।
ডা. মো: মোয়াজ্জেম আহমেদ বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে, আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।
এদিকে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার সন্ধ্যায় গোরিপুর পশ্চিম বাজারে গুলির শব্দ হচ্ছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেখলাম, লোকজন একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কে বা কারা কাকে গুলি করেছেন তাৎক্ষণিক নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে। এদিকে ঘটনা পর গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।