মোঃ ইব্রাহীম খন্দকার,সিনিয়র রিপোর্টার:
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং তার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
রবিবার (২৯ মে) বিকাল ৪ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক কুলাঙ্গার সাইফ মাহামুদ জুয়েল দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে তাকে এবং তার মদদদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
এসময় তিনি আরো বলেন, ছাত্রদলকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতা-কর্মীরা যদি চাই- কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতে পারবে না। সেখানে তাদের সংগঠনের একজন শীর্ষ নেতার এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারি না। তাকে অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে। দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে এরকম বেয়াদব কোন ছাত্রনেতার আগমন আগে কখনও ঘটেনি। আমরা ছাত্রদলের এই বেয়াদবটাকে সাংগঠনিকভাবেই মোকাবেলা করতে চাই, শিষ্টাচারের শিক্ষা দিতে চাই।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর মোল্লা সমাবেশে বলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, তার উত্তম জবাব দেওয়া হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর মোল্লা সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসানের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আমির খন্দকার, কালিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন ভুইয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব সাদমান আলভী, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম আই লিখন, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা, সহ কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।