মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে হতদরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপহার।
গত কাল রবিবার রাতে মু্ন্সীগঞ্জ সদর উপজেলার শহরের বিভিন্ন
এলাকায় মু্ন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে ।
প্রতিদিনের ক্লান্তিতে ন্যুব্জ ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সবার মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার প্রয়াসে এ উপহার দেওয়া হয়।
মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি নাজমুল হাসান মিলন ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিনের নেতৃত্বে মু্ন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে একটি করে উপহারের ব্যাগ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মু্ন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সামছুল হুদা হিটু, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, কার্যকারী সদস্য কাজী বিল্পব হাসান,কার্যকারী সদস্য মোঃ রুবেল,কার্যকারী সদস্য জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে উক্ত সময় উপস্থিত ছিলেন।