ধামরাইয়ে মহাসড়কে বাস ভাংচুর, আটক ১

IMG-20231031-WA0000.jpg

জামাল উদ্দিন, ধামরাই প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে একটি স্কুলবাসসহ দুটি বাসে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোস্তফা নামে ১ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বিএনপি সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হন। সেখানে তারা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী বাসে ভাংচুর চালায়। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ধামরাই থানার (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভাংচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় ১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top