স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
অদ্য ১১ জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অত্র জেলার মান্যবর পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে উক্ত কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় অত্র জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন।
পরে পুলিশ সুপার মহোদয় অত্র জেলার বানিয়াচং সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ নুরুল বশর চৌধুরী এর অবসর জনিত ছুটির ভোগের উদ্দেশ্যে বিদায় উপলক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন।
সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে” সুষ্ঠভাবে দায়িত্ব পালন করায় এবং বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করেন।
তাছাড়াও রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে হবিগঞ্জ জেলার একক ও দৈত বিজয়ীদের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করেন।
এরপর বিকাল ০১:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ গ্রহণ করেন।
উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।