স্টাফ রিপোর্টার : সিইসির কথার ‘গ্যারান্টি নেই’ বলে মন্তব্য করলেন রিজভী। নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেও তার কথায় ভরসা রাখতে পারছে না বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার বলেছেন, নতুন সিইসির কথার ‘কোনো গ্যারান্টি নেই।”
সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে অনিয়ম আর কেউ কিছু করতে পারবে না- সিইসি কাজী হাবিবুল আউয়ালের এরকম বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা।
জবাবে রিজভী বলেন, “আপনার আগের কমিশনও তাই বলেছেন। তারপরে উনি (কে এম নূরুল হুদা) কী নির্লজ্জভাবে সরকারের প্রতিটি কর্মসূচি, প্রতিটি এজেন্ডা বাস্তবায়ন করেছে, নির্লজ্জভাবে দিনের ভোট কেড়ে নিয়ে রাত্রে নিয়ে গেছেন, একচেটিয়া, একতরফাভাবে সেই নির্বাচন করেছেন। “তার (কাজী হাবিবুল আউয়াল) কথার কোনো গ্যারান্টি নেই। অতীতে তার যে কর্মকাণ্ড, তিনি তো এই সরকার দ্বারা পুরস্কৃত হয়েছেন।”
জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সকালে শেরে বাংলানগর দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন রিজভী। জাসাসের আহ্বায়ক হেলাল খানসহ কেন্দ্রীয় নেতারাও সে সময় উপস্থিত ছিলেন।