স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
সামান্য বিষয় নিয়ে যদি এইভাবে সাধারন মানুষের দোকান পাঠ লোট মাইর করা কি টিক
বিষয়টা হল এই মাদ্রাসাটি হবিগঞ্জ মাধবপুর ধর্মঘর শিবরামপুর অবস্থিত এই মাদ্রাসা নিয়ে অনেক দিন ধরে মামলা চলতেছে ওরা
এই মাদ্রাসাটির নাম পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর করতে চাচ্ছে এইটা কি সম্ভব।
অদ্য১৬/৮/২৪ইং রোজ শুক্রবার
দুপুর প্রায় আনুমানিক ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগের
প্রায় ৪/৫টা গ্রাম মিলিত হয়ে
হরষপুর তথা মাধবপুরে ঐতিহ্যবাহী বাজার হরষপুর রেল স্টেশনে হামলা চালাই এবং বাজার তারা দখল করে লুট পাট করেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।
তারা রানদা সেতি বলল মারামারি করতে যা লাগে তারা নিয়ে আসছে।
২/৩টা গ্রামের মানুষের বসত বাড়িতে আক্রমণ চালায় এমনকি ৪০০জন মানুষ আহত হয়। এর মধ্যে দুই জন আশঙ্কাজনক
একজন শিয়ালড়ি গ্রামের স্থায়ী বাসিন্দ রাজু আহম্মেদ এবং সুলতানপুর গ্রামের স্থায়ী বাসিন্দা জামাল মিয়া।
এখন সাধারন মানুষের প্রশ্ন আমরা নতুন স্বাধীনতা পেয়েছি
কিন্তু আমাদের জান মাল নিরাপত্তা নেই কেন।
সাধার মানুষ কি অপরাধ করছে তারা ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করে এ ব্যবসা করে তাদের জীবন চলতো।
মাধবপুর বাসির প্রশ্ন আমাদের নিরাপত্তা কে দেবে সরকার না ছাত্ররা।
আজ যদি প্রশাসন কঠোর থাকতো এই মৃত্যুর মিছিল দেখতে হত না।
এমন কি পল্লী বিদ্যুতের মিটার পর্যন্ত দুর্বৃত্তরা এসে ভাঙচুর করছে। বিজয়নগর উপজেলার মানুষ মাধবপুরে এসে এভাবে হামলার সাহস কি করে পায়।
জনগণের দাবী তাদেরকে আইনের আওতায় আনতে হবে এটাই মাধবপুরের সর্বস্তরে জনগণ চায়।