আঃছালাম হাওলাদার:
চট্টগ্রামের বাঁশখালী আসনের এমপি মোস্তাফিজের নির্দেশে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ও প্রথম শহীদ মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরের গেরিলা বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমদের পরিবার। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। মৌলভী সৈয়দ আহমদের পরিবার সদস্য সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন করা হবে বলেও জানান ভুক্তভোগী পরিবার।
গত ২০২০ সালের ২৬ জুলাই বীর মুক্তিযাদ্ধা শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই ও আমার বাবা বীর মুক্তিযাদ্ধা ডা. আলী আশরাফের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান গার্ড অব অনার প্রদান না করায় বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারনে এমপির রোষানলের শিকার হয় এ মুক্তিযোদ্ধা পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা অর্থ কমান্ড বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, চট্টগ্রামে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব রাজিশ ইমরান, মৌলভী সৈয়দের ভাতিজা ও যুবলীগ নেতা জহির উদ্দিন মো. বাবর এবং দক্ষিণ জেলার ছাত্রলীগ নেতা আব্দুল কাদের।