আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি:-
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদে নিয়োগপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের অপসারণ এবং নির্দলীয় প্যানেল চেয়ারম্যান নিয়োগ চেয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
মঙ্গলবার বেলা ৩ টায় উপজেলার খলাপাড়া মিলগেট থেকে মিছিল শুরু হয়ে জামালপুর বাশাইর দক্ষিণ বাজার হয়ে বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় নেতা কর্মীদের সাথে সাধারণ মানুষও যোগ দেন। পরে ইউনিয়ন পরিষদের সামনে এসে অবস্থান কর্মসূচী পালন করেন নেতা কর্মীরা।
গত ১০ নভেম্বর গাজীপুর জেলা পরিষদের কার্যালয় হতে, জেলার ৪টি উপজেলার বর্তমান চেয়ারম্যানদের অপসারণ করে এবং নতুন প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়ে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদি ইউনিয়নের পূর্বের চেয়ারম্যানকে অপসারণ করে অত্র ইউনিয়ন পরিষদের সদস্য ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ পনির মিয়াকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে বাহাদুরসাদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বাহাদুরসাদি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন শেখ বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ পনির মিয়া আওয়ামিলীগ সরকারের অবৈধ নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্য হয়েছেন। তিনি এই নিয়োগের নিন্দা প্রকাশ করেছেন এবং দ্রুত তাকে অপসারণ করে নির্দলীয় প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন বাহাদুরসাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, বাহাদুরসাদি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য সচিব মোঃ হাসানুর রহমান জুয়েল, কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, সাবেক ছাত্রদল নেতা এবং কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বাবু, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামীম হোসেন, বাহাদুরসাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিন এবং সাধারণ সম্পাদক নাদিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান নিয়োগকৃত প্যানেল চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করে নির্দলীয় প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। যে কোন অপশক্তির বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন জনগনকে সাথে নিয়ে সব সময় কাজ করে যাবে বলে জানান নেতা কর্মীরা।