বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা জনসমুদ্রের পরিনত হয় বান্দরবান।

Messenger_creation_1604366913504722.jpeg

স্টাফ রিপোর্টার:-

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গতকাল রোজ বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র উদ্যোগে বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যামাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা।
জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। গতকাল রোজ বুধবার ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় নিশ্চিত হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের আয়োজন করতে হবে। কালক্ষেপণ আর না করে ভোটের পরিবেশ তৈরি করুন। জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। জনগণ ভোটে নির্বাচিত সরকার দেখতে চান।
গতকাল রোজ বুধবার বিকালে বান্দরবান জেলা প্রেসক্লাবের সামনে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এই সব বিষয়ে কথা বলেন।
জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল আরো বলেন, রাষ্ট্রের জন্য কি ভালোমন্দ সেটি রাজনীতি বিদরাই ভালো করে জানেন। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করে আরো বলেন সময় ক্ষেপণ করবেন না, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শুধু রাজনীতি বিদদের জন্য ইতিহাস নয়, ক্ষমতাসীন সকলের জন্য ও শিক্ষা। তাই দেশের এই ক্লান্তিলগ্নে দেশের মানুষের পাশে দাঁড়ান শহীদ জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির ভাই ভাই সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।

জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃজাবেদ রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী বুদ্ধিস ফোরামের সভাপতি লুসাই মং, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা সাহাদাত হোসেন জনি, রিটল বিশ্বাস, সেলিম রেজা, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম সহ আরো অনেকে বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানে।

এদিকে জনসমাবেশের আগে বান্দরবান জেলার সাত উপজেলার, ৩৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে জেলা বিএনপি’সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে জড়ো হয় স্থানীয় রাজারমাঠে জর হয়ে সেখান থেকে বিশাল র‌্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুক্ত হয় জনসমাবেশ স্থল বান্দরবান জেলার প্রেসক্লাব এর সামনে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top