শ্রীনগর প্রতিনিধি, মোঃ (শিপু):-
শ্রীনগরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মা ও ছেলে আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার
দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি ওভারব্রিজের
সামনে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক আবু বক্কর সিদ্দিক (২৮) ও তার মা শাহিদা বেগম
(৫০) গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের
উদ্ধার করেন। স্থানীয়রা জানায়, ছনবাড়ি ওভারব্রিজের সামনে হাইওয়ে
মাওয়ামুখী লেনে একটি ট্রাকের (ঢাকা মেট্রো ন- ১৪৬৮০৪) পিছনে
দ্রæতগতির মোটরসাইকেলটি (শরীয়তপুর হ- ১১৩০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে
সজোরে ধাক্কা খায়। এতে বাইকের চালকসহ আরোহী দুজনেই সড়কে
ছিটকে পড়ে গুরুতর আহত হন। এদিন উভয়য়ের অসাবধানতার জন্যই এ
দুর্ঘটনা ঘটেছে জানান প্রত্যক্ষদর্শীরা।
শ্রীনগর ফয়িার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন
ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আহত দুজন সম্পর্কে মা ও
ছেলে। তারা শরীয়তপুরের জাজিরা এলাকার বাসিন্দা। তাদেরকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি
কাঞ্চন কুমার সিংহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।