মোঃ শহীদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধ :
পটুয়াখালীর কলাপাড়ায় মালবাহী টমটম উল্টে নিচে চাপা পড়ে বিধান মজুমদার (৩০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ঘটনা স্থলেই মৃত্যু হয় । এসময় আহত হয় টমটমের থাকা আরেক জন মো.হাফিজুল (২৩)। তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপরের দিকে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা বাজার থেকে ধানখালী কলেজ বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত বিধান উপজেলা চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি মজুমদারের ছেলে। সে পৌর শহরের কনফেশনারী ব্যবসায়ি সেলিম বেকারিতে কর্মরত ছিলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিধান কলাপাড়া পৌর শহর থেকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর রুচির মালামাল ডেলিভারি দেওয়ার জন্য টমটমযোগে ধানখালী কলেজ বাজার এলাকয় রওনা দেয়। পথিমধ্যে রাস্তায় টমটমের সামনের চাকা ঘুরে উল্টে নিচে চাপা পড়ে মাথা থেতলে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।