অনলাইন ডেস্ক :-
অবশেষে মুক্তি পেল দক্ষিণ ভারতের বিগ বাজেটের ছবি ‘কাঙ্গুভা’। শুক্রবার (১৫ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সুরিয়া ও ববি দেওল অভিনীত প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি। চলতি বছর মুক্তি প্রাপ্ত সবচেয়ে বেশি বাজেটের তালিকায় এই সিনেমার নাম রয়েছে।
জানা গেছে, স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস প্রযোজিত ‘কাঙ্গুভা’ সিনেমাটির আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপিরও বেশী! ফলে বিশ্বব্যাপী বক্স অফিসে সুরিয়া-ববির এই সিনেমাটির প্রত্যাশিত আয় ২,০০০ কোটি রুপির বেশী।
জানা গেছে, সিনেমার আনুমানিক বাজেটের প্রায় ১৫.৬৬% সুরিয়া, ববি দেওল এবং দিশা পাটানির পারিশ্রমিক।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সুরিয়াকে তার শেষ ছবি ‘ইথারক্কুম থুনিন্ধবন’র জন্য ৫০ কোটি রুপির বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তবে ‘কাঙ্গুভা’র জন্য তাকে ৩৯ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ দিয়ে খলনায়কের ভূমিকায় আত্মপ্রকাশের পর থেকেই পরিচালকদের নতুন প্রিয়র তালিকায় ববি দেওল। ‘অ্যানিমেল’-এ খলনায়কের ভূমিকার জন্য তার পারিশ্রমিক যেখানে ৪-৫ কোটি রুপি ছিল, সেখানে সুরিয়ার ছবির জন্য ৫ কোটি রুপি নিয়েছেন ববি দেওল।
অপরদিকে বলিউড অভিনেত্রী দিশা পাটানি নিয়েছেন ৩ কোটি রুপি পারিশ্রমিক।
সিনেমায় বৈচিত্র্য আনতে সাতটি দেশে এই সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। এটি প্রাগৈতিহাসিক সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফির মতো প্রযুক্তিগত বিভাগে হলিউডের বিশেষজ্ঞরা কাজ করেছেন। ১০,০০০ জনেরও বেশি লোককে নিয়ে সিনেমার যুদ্ধের দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে বলে জানা গেছে।
শিভা পরিচালিত ‘কাঙ্গুভা’ সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস। সিনেমাটিতে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে দেখা যাবে।
এছাড়া, সিনেমাটিতে সুরিয়াকে দুইটি আলাদা চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। সিনেমায় আরও অভিনয় করেছেন নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার ও দীপা ভেঙ্কট প্রমুখ।