ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে শহরের সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুল ছাত্রের নাম আজমাইনুল হক। সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবর নাম করিমুল হক। সে শহরের দক্ষিণ রুমালিয়া ছড়া ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ ওসমান গণি জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় আজমাইন। কয়েকজন বন্ধু মিলে স্কুল পালিয়ে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলে। তারপর ফুটবল খেলা শেষে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় ২ জন। তারমধ্যে একজনকে উদ্ধার করে বন্ধু এবং জেলেরা। থেকে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করেছি। পরবর্তীতে সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।