ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ফাসিয়াখালী জড়ঝড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় বাস ও সিএনজি মুখামুখি সংঘর্ষে ৮ মাসের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ টার সময় চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের চকরিয়া মুখী যাত্রীবাহী সিএনজির সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৮ মাসের শিশু নিহত হয়, এছাড়া ৬জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, বাস ও সিএনজি মুখামুখি সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি।তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি। তারা আরও জানান,আহতদের মধ্যে একজনের অবস্থা খুব আশংকাজনক। তবে তাদের পরিচয় এখনো জানা যায় নি।