মোঃ ফিরোজ,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করার লক্ষে পটুয়াখালী-২(বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ(এমপি)সহ মোট চারজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন । ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় বিকেল ৪ টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী’র কাছে এ সব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। অন্যরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো. হাসিব আলম তালুকদার। তিনি বীরউত্তম মরহুম সামছুল আলম তালুকদারের ছেলে। এছাড়া রয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মহসিন হাওলাদার ও আরেক স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্বা নূর মোহাম্মদ হাওলাদার। এ সময় উপজেলা নির্বাচন অফিসার শাহীন শরীফ ও বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক উপস্থিত ছিলেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, পটুয়াখালী-২ বাউফল আসনে বাউফল থেকে মোট চারজন প্রার্থী আমার কাছে মনোনয়ন দাখিল করেছেন। পটুয়াখালী কোন প্রার্থী দাখিল করেছেন কিনা এখন পর্যন্ত (এ রিপার্ট লেখা পর্যন্ত) আমার জানা নেই।