জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাজধানীতে পেট্রল পাম্পে

Screenshot_20230903_133553.jpg

দিন প্রতিদিন ডেস্ক :

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ানোসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ রবিবার থেকে অনির্দিষ্টকাল পেট্রল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেন পেট্রল পাম্প মালিকদের একাংশ। তবে ধর্মঘটের প্রথম দিনেই রাজধানীতে দেখা গেল অনেক পাম্পই খোলা। তারা ধর্মঘট মানছেন না। পেট্রল, ডিজেল, অকটেন জ্বালানি বিক্রি হচ্ছে সেসব পাম্পে।কল্যাণপুরের অন্যতম বড় তেল ও সিএনজি পাম্প খালেক সার্ভিস সেন্টারে পেট্রল, ডিজেল, অকটেন বিক্রি হচ্ছে। বিক্রেতাকর্মচারী শাহাদত তালুকদার জানালেন, আমাদের পাম্প ২৪ ঘণ্টা খোলা আছে। যারা ধর্মঘট ডেকেছে তারা ভুয়া।মিরপুরের রোকেয়া সরণির তেল পাম্পের কর্মচারী রাশেল জানালেন, ধর্মঘটের ব্যাপারে আমরা জানি না।আমাদের মজুদে যতক্ষণ তেল আছে বিক্রি করব।রাজধানীর মিরপুর, গাবতলী, তেজগাঁও ও মতিঝিলের ১৮টি তেল পাম্পে দেখা গেছে একই চিত্র। রাজধানীর এসব এলাকার তেল পাম্পগুলোতে অন্য দিনের মতোই তেল বিক্রি হচ্ছে। কোনো পাম্পেই তেল না নিয়ে গাড়ি ফিরছে না।এ বিষয়ে কোনো গাড়ির ড্রাইভার বা মোটরসাইকেলচালকেরই অভিযোগ নেই যে,তারা তেল পাচ্ছে না।গাবতলীতে গাড়িচালক আর্জেদ আলী বলেন, ‘শুনেছিলাম তেল পাম্পের ধর্মঘট আছে। কই, সব পাম্পই তো খোলা, তেলও নিছি।’ গাবতলীর সোহরাব সার্ভিসে কর্মরত জাকির হোসেন বলেন, ‘আমরা তেল বিক্রি করছি। ধর্মঘট আছে কি না জানি না।আমাদের জানানোও হয়নি; এ বিষয়ে জানেন আমাদের ম্যানেজার।’ ম্যানেজারের খোঁজ করলে জানানো হয়, তিনি এখনো আসেননি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top