স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জ মাধবপুরে “মাধবপুর মডেল প্রেসক্লাবের” এক জরুরি মাসিক সভার আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় মাধবপুর মডেল প্রেসক্লাবের কার্যলয়ে মাধবপুর মডেল প্রেসক্লাবের আহ্বায়ক আজিজুর রহমান জয়ের সভাপতিত্বে মডেল প্রেসক্লাবের মুখপাত্র আল আমিন ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মাধবপুর মডেল প্রেসক্লাবকে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং সকল সিদ্ধান্ত সমূহ দ্রুত কার্যকর করতে হবে। এতে উপস্থিত সদস্যগন একমত পোষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন লস্কর,মোঃ মাথু মিয়া,দপ্তর সম্পাদক এখলাছুর রহমান সিরাজী, সিনিয়র সদস্য রুহুল আমিন খান উজ্জ্বল, নিতাই রায়,ইমদাদুল ইসলাম, আবেদ মিয়া প্রমূখ