পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তির বিরোধ নিয়ে আপন মামাকে বাজারের উপর মারপিট ও হত্যার হুমকি

received_622408663343295.jpeg

মোঃ মোখলেসুর রহমান তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হামিদকে (৪৬) পৈত্রিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে পূর্বের শত্রুতার জের ধরে তার নিজ ভাগিনা মোঃ পলাশ সরদার,সেলিম ও তার সাঙ্গু পাঙ্গো নিয়ে গত ০৮/০৮/২০২৩ তারিখ মঙ্গলবার রাত্র অনুমান ০৮.৩০ টার সময় পাটকেলঘাটা বাজারে ওপর শতশত মানুষের মধ্যে মারপিট করে ও হত্যার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ আব্দুল হামিদের।

আব্দুল হামিদ জানান, আমার পৈতৃক সম্পত্তি নিয়ে বোনদের সঙ্গে অনেক দিনের একটি বিরোধ চলছে, আমার মা-বাবা সজ্ঞানে গত তিন বছর পূর্বে আমার ও আমার মৃত ভাইয়ের সন্তানদের নামে ৩৪ বিঘা সম্পত্তির মধ্যে ২০ বিঘা সম্পত্তি লিখে দিয়েছে,১৪ বিঘা সম্পত্তি এখনো মা ও বাবার নামে আছে।

আমার এতিম ভাইপো ভাইজিদের নামে সম্পত্তি লিখে দেওয়ার কারণে আমার উপর বোনদের ছেলেরা ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় পাটকেলঘাটা বাজারে টাওয়ার রোড আহাদ বীজ ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর হঠাৎ ভাগিনা পলাশ,সেলিমও তার সাঙ্গু পাঙ্গু নিয়ে আমার পথরোধ করে, আমাকে এলো পাতারি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। মারপিট কালে ভাগিনা পলাশ আমাকে গলা ধরে ধাক্কা দিলে আমি পাকা রাস্তার উপর পড়ে গেলে পলাশের সাঙ্গু পাঙ্গু আমার বুকের উপর উঠে দাঁড়ায় তারপর পলাশ ও আরেকজন দোকানের সামনে থাকা প্লাস্টিকের চেয়ার এনে আমাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে কেনুইসহ শরীরের বিভিন্ন স্থানে ছোলা কাটা জখম করে। আমার ডাক চিৎকারে স্থানীয় দোকানদার আহাদ সরদার ও পথচারীরা এগিয়ে এসে আমাকে পলাশদের হাত থেকে উদ্ধার করে। এরপর পলাশ ও তার সাঙ্গু পাঙ্গু আমাকেও আমার পরিবারের প্রতি ক্ষতি সাধন খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আব্দুল হামিদের মা জানান, আমি সজ্ঞানে সুস্থ অবস্থায় আমার ছেলের ও আমার মৃত ছেলের সন্তানদের নামে কিছু অংশ জমি লিখে দিয়েছে, এ কারণেই প্রায়ই আমার মেয়েদের সন্তান আমাদের বাড়িতে এসে বিভিন্ন রকম ভয় ভীতি দেখিয়ে হুমকি প্রদান করে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top