বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:-
বরিশালের বাকেরগঞ্জে জোরপূর্বক বালুভরাট করে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে ফরিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কাইয়ুম খান ও যুবদল নেতা সাগর পন্ডিতের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী জিএম জহিরুল ইসলাম বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
ভুক্তভোগী জিএম মোঃ জহিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জন পদে কর্মরত রয়েছেন। বিগত ২০০১ সাল থেকে বিভিন্ন সময় তিনি ও তার ভাই সরকারী চাকুরীজীবি জিএম এনামুল হক উপজেলার ফরিদপুর ইউনিয়নের মঙ্গলসী গ্রামের আব্দুল অহেদ, রতন হাওলাদার, মমতাজ বেগম ও নজরুল ইসলাম হাওলাদারসহ কয়েকজনের কাছ থেকে জেএল ১৩০ নং মঙ্গলসী মৌজায়, এসএ ১৯৯ নং খতিয়ানের হাল দাগ ৫০০, ৫৫২ ও ৫৬০ দাগের ৮৮ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে তারা গাছপালা রোপন করে দীর্ঘদিন ধরে ভোগদখলে করছেন। জমির সব কাগজপত্র তাদের নামে রেকর্ড থাকা সত্ত্বেও হঠাৎ করেই গত কিছুদিন ধরে স্থানীয় ভূমিদস্যু ইউনুস হাওলাদার ও তার স্ত্রী মমতাজ বেগম বিএনপি নেতা কাইয়ুম খানের সহযোগিতায় তাদের জমি জবরদখল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায়।
তিনি আরও বলেন, জমির সব কাগজপত্র আপডেট থাকা সত্ত্বেও রবিবার (১ ডিসেম্বর) রাতে ফরিদপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক কাইয়ুম খান ও যুবদল নেতা সাগর পন্ডিতের নেতৃত্বে ইউনুস হাওলাদার, রাসেল হাওলাদার, মমতাজ বেগম, জাকির হাওলাদার, বাদশা হাওলাদার, নাঈম হাওলাদার, দেলোয়ার হাওলাদার, ফিরোজ হাওলাদার, আরিফ হাওলাদার ও কামাল হাওলাদারসহ ৬০-৭০ জন রামদা, দা ও লাঠিসোঠা নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার জমিতে রোপনকৃত শতাধিক চারাগাছ কেটে ফেলে ড্রেজার লাগিয়ে জমিতে বালুভরাট করে জোরপূর্বক জমি দখলে নেয়ার চেষ্টা করে। এমনকি ওই রাতেই তারা তাকেসহ তার ভাইকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে বাড়ির সামনে মহড়া দেয়। তিনি নিজের অসহায়ত্ব প্রকাশ করে পরিবারেরর সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
তবে বিএনপি নেতা কাইয়ুম খান দাবি করেছেন তিনি জমি দখলের সাথে জড়িত নয়। তবে ইউনুস খান ওই জমির ওয়ারিশ বলে তিনি জানান। এর বেশি তিনি মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, ড্রেজার লাগিয়ে জমিতে জোরপূর্বক বালু ভরাট করছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কেউ যদি রাতের আঁধারে বালু ভরাট করে জমি দখলের চেষ্টা করলে সে বিষয়ে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে। তিনি আরও বলেন, উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানিয়েছি।