​সোনারগাঁও সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

received_6478595765520920.jpeg

মোঃ জাহাঙ্গীর শিকদারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিলো সোনারগাঁও সরকারি কলেজ।

মঙ্গলবার (২৫ ই জুলাই) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে নবীন বরণ ২০২৩ অনুষ্ঠানে সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি গবেষণার প্রতি সময় দিতে হবে। গবেষণা শিক্ষার মান ও নিজের অভিজ্ঞতা অনেক গুণে বাড়িয়ে তোলে। উন্মুক্ত বিএ/বিএস,অনার্স,বিএ ও একাদশ এই চার শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদেরকে বরণ করার নবীন বরণ অনুষ্ঠান পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয়৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ৩আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার,মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সহ কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রী ও অতিথিদের জন্য কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় শিল্পী ছাড়াও ক্লোজআপ তারকা বৃষ্টি ও শহর বাউল জন গান পরিবেশন করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top