দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শারমিনা নাসরিন অপি(১৮)নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই ) সকালে উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের আজমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। শারমিনা নাসরিন অপি( ২১) উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের আজমপুর গ্রামের জায়ফর আলীর কন্যাসন্তান।তবে কি কারণে শারমিনা নাসরিন অপি আত্মহত্যার পথ বেছে নিল তা এখনো জানা যায়নি।
তবে আমরা এই ঘটনাটি কিভাবে ঘটেছে আমাদেরকে আরও তদন্তর প্রয়োজন আছে বলে আমরা মনে করছি।
পুলিশ সুত্রে জানাযায়,পরিবারের সবার অগোচরে শারমিনা নাসরিন অপি (২১) পিতার বসত ঘরের পশ্চিমের কক্ষের সিলিং ফ্যানের সাথে শাড়ী পেঁছিয়ে গলায় ফাঁস লাগায়। অনেক্ষণ যাবৎ অপির কোন সাড়া-শব্দ না পেয়ে বাড়ীর লোকজন বসতঘরের পশ্চিমের কক্ষে গিয়ে শারমিনা নাসরিন অপিকে ডাকাডাকি করে কোন সাড়া-শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শারমিনা নাসরিন অপি সিলিং ফ্যানের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শারমিনা নাসরিন অপিকে মৃত অবস্থায় দেখতে পান।
পরিবারের লোক জন শারমিনা নাসরিন অপির এই অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব দুলাল ধর এই বিষয়টি নিশ্চিত করেছেন।