ক্রাইম রিপোর্টার,তানভীর:-
-গত ২৪/১২/২০২৩ খ্রিস্টাব্দ সময় অনুমানিক রাত ৯:৩০ ঘটিকায় ডেমরা থানাধীন মহাকাশ রোডে, বাড়ির মালিক মোঃ সাত্তার এর টিন সেট ঘরের ভাড়াটিয়া —মোসাঃ শাপলা (২২) স্বামী- মোহাম্মদ নাসির উদ্দিন, পিতা- মোঃ কফিল উদ্দিন, স্থায়ী সাং-ধনা কুসা, থানা -নকশা, জেলা- শেরপুর।
বর্তমান ঠিকানা-পশ্চিম বক্সনগর মহাকাশ রোড ,থানা- ডেমরা, জেলা- ঢাকা। স্বামী নাসিরের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, অতঃপর অভিমান করে সবার অজান্তে নিজ ব্যবহৃত হলুদ রঙ্গের ওড়না গলায় পেচিয়ে সিলিংফ্যানের সাথে বেদে আত্মহত্যা করে। মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মিডফোড হাসপাতালে নেওয়া হয়।
ডেমরা থানা পুলিশ এ ব্যাপারে অবগত আছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।