সুনামগঞ্জ-৫ আসনে’একতারা প্রতীকে গরীবের নেতাকে নির্বাচিত করুন’—আবু সালেহ

received_1172057026995028.jpeg

মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৫ ( ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জনদলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বীরমুক্তিযোদ্ধার সন্তান আবু সালেহ বলেছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি মদীনা সনদ বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি এই দল মহান মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। আমি দলটির কেন্দ্রীয় কমিটিতে সম্পৃক্ত রয়েছি। আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান। Pআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি আমাকে ছাতক-দোয়ারাবাজার আসনে একতারা প্রতীকে মনোনীত করেছে। আমি এ আসনের সর্বস্তরের জনগণের ভোট, সমর্থন এবং দোয়া চাই।

তিনি আরও বলেন, আমি গরীব, দুঃখী মানুষের গরীব নেতা। দীর্ঘদিন ধরেই জনগণের কাছাকাছি রয়েছি। দুর্দিনে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করা হলে ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের জনগণের আশা আকাঙ্খা পূরণের লক্ষ্যে কাজ করে যাবো।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ক্লাব মাঠে সুপ্রিম পার্টি নেতা রমজান আলীর সভাপতিত্বে ও জনদল নেতা দুলু মিয়ার পরিচালনায় এক নির্বাচনী সভায় সংসদ সদস্য পদপ্রার্থী আবু সালেহ উপরোক্ত কথা বলেছেন।

এ-সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএসপি নেতা শিকদার সালমান শাহ্, নুর মোহাম্মদ, আব্দুল হাসিম, রমজান আলী, জামাল মিয়া, সেলিম আহমেদ, আব্দুর রহিম পাগলা প্রমুখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top