ডেভিড সাহা,স্টাফ রিপোর্টার:
বিশিষ্ট কবি মানবাধিকার নেত্রী নীলিমা আক্তার নীলাকে ফুলেল মালা পরিয়ে বিশেষ সংবর্ধনা দেন প্রধান অতিথি সেনা প্রধান বীর প্রতীক জনাব হারুনূর রশিদ, ছায়াতল বাংলাদেশ এবং সোনার বাংলা সংগীত একাডেমীর পক্ষ থেকে।৭/৩/২০২২ইং রোজ সোমবার ওপেনার সলিউশন লিঃ প্রবাল টাওয়ার, রিং রোড, শ্যামলী, ঢাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনপ্রিয় কন্ঠশিল্পী মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোশারফ হোসেন খান চৌধুরী ১০টি কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক,শাহিনূর রহমান সোহানা, নির্বাহী পরিচালক,হিরো, নির্বাহী পরিচালক,মনীষা, ছায়াতল বাংলাদেশ, নীলা তাবাসসুম, নারী উদ্যোক্তা, জনপ্রিয় কন্ঠশিল্পী শিরিন, রোদশী,জারা অন্তরা, কাউছার পাশা, জেমস নোমান,হেফাজতুর রহমান চৌধুরী মুন সহ আরো অনেকে। অনুষ্ঠানে কবি নীলিমা আক্তার নীলার ৭ টি গান গেয়ে অনুষ্ঠানটিকে মাতিয়ে তুলেন জনপ্রিয় শিল্পীরা।