দোয়ারাবাজারে ভিজিএফ এর চাউল ও ড্রাইভার সহ তিনজন আটক

IMG-20230419-WA0006.jpg

এস এম আবু বকর,দোয়ারাবাজার সুনামগন্জ প্রতিনিধিঃ

দোয়ারাবাজার ৬৫ বস্তা চাল সহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ ঘটিকার সময় নরসিংপুর ইউনিয়ন পরিষদ থেকে ৬৫ বস্তা ভিজিএফ এর চাল পাচার কালে পথিমধ্যে আটক করেন নরসিংপুর ইউনিয়ন তিন জন ইউপি সদস্য। ইউপি সদস্যরা চাল আটক করারপর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু চাউল ভর্তি পিকাপটি কার্যালয়ে নিয়ে আসার জন্য বলেন। নরসিংপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ইস্রাইল  আলী, ৩ নং ওয়ার্ড সদস্য ফায়েজ আহমদ, ৬ নং ওয়ার্ড সদস্য মো.নুরুল আমিন চাউল ভর্তি গাড়ি, গাড়ির ড্রাইভার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের আবুল হোসেনের পুত্র জাবেদ হোসেন (২৪), ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের আলতাব আলীর পুত্র জাফর আলী (৫৫), একই গ্রামের মুক্তিযোদ্ধা আব্বাস আলীর পুত্র মনির হোসেন(২২),কে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ মুর্শেদ মিশু প্রত্যেককে জিজ্ঞাসাবাদে পর তিনজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।

 

ইউপি সদস্য ইস্রাইল আলী বলেন, গত সোমবার ভিজিএফ এর চাউল বিতরণ কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ বলেন, দোয়ারাবাজার খাদ্যগোদাম থেকে নরসিংপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত চাউল আনার কেয়ারিং খরছ যদি ইউপি সদস্য সবাই বহন না করেন তাহলে আমি ১/২ টন চাউল বিক্রি করে কেয়ারিং খরছ বাহির করতে হবে। ইউনিয়ন পরিষদে উপস্থিত আমরা সকল ইউপি সদস্য মিলে কেয়ারিং খরছ ১২ হাজার টাকা চেয়ারম্যান সাহেবের কাছে দেই। সোমবার ভিজিএফ এর চাউল বিতরণ শেষে ১৪২ বস্তা চাউল ইউনিয়ন পরিষদের গোদামে জমা থাকে। সেই জমাকৃত চাউল মঙ্গলবার সকালে কিছু লোকের মধ্যে বিতরণ করে ৬০/৬৫ বস্তা চাউল চেয়ারম্যান নিজেই বিক্রি করেন। সেই চাউল বিক্রির খবর পাই পরে আমরা দোয়ারাবাজার যাবার পথে সরকারি বস্তায় চাউল ভর্তি  গাড়িটি পথিমধ্যে পাই এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে উনার কার্যালয়ে নিয়েআসি। পরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবরে চাউল আটকের বিষয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করি।

এব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ বলেন, আমি চাউল বিক্রি করিনাই। এবারের চাউল সিদ্ধ হওয়ার কারণে এলাকার লোকজন সিদ্ধ চাউলের ভাত খেতে পারেনা। এই চাউল উপকার ভোগী লোকজন বিক্রি করে দেয়। আমি সোমবারে ভিজিএফ এর চাউল বিতরণ করার পর ট্যাগ অফিসারে দস্তগত রাখি। মঙ্গলবার সকালে ট্যাগ অফিসার উপস্থিত হয়ে দস্তগত দিয়ে চলে যান। পরে আমরা চাউল বিতরণ করি। আমার উপর আনা অভিযোগে বিষয়টি সত্য নয়।

এব্যারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ মুর্শেদ মিশু বলেন, সরকারি বস্তায়  একগাড়ি চাউল সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত তিনজনকে মঙ্গলবার বিকেলে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top