কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নে আগুনে দোকান পুড়ে ছাই হয়েছে। এ সময় অন্তত ২০লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
আজ ভোর সাড়ে ৫টার দিকে জাহাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান,একটি কনফেকশনারি দোকান থেকে আগুনের সূত্রপাত।
মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে থাকা উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে একটি দোকানে প্রায় ২০লাক্ষ টাকা মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।পাশে একটি মিষ্টি দোকান এবং আরেকটি স্বর্ণের দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা জানান, জাহাপুর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সাভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যায়।