জাতীয় রাজনীতিতে কল্যাণ পার্টির গুরুত্ব দিন দিন বাড়ছে। রাজপথের আন্দোলন সংগ্রাম ছাড়া বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবেনা। একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবী আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলন ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে। সেজন্য সবাইকে মনযোগী হতে হবে। কল্যাণ পার্টির মাধ্যমে এদেশের যুবক তরুণদের রাজনীতিতে আগ্রহী করতে হবে। আগামীর বাংলাদেশে তরুণদের নেতৃত্ব কে প্রতিষ্ঠিত করতে হবে।গতকাল বাংলাদেশ কল্যাণ পার্টির ঢাকা মহানগর দক্ষিণ এর এক সভায় পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি সবাইকে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। আন্দোলন এবং নির্বাচন দুইটাই রাজনীতির অংশ। সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন করা হয়। সভাপতি মুহাম্মদ আবু হানিফ ও সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ সুমন এর নেতৃত্বে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু,যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, বাংলাদেশ কল্যাণ পার্টির যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন সহ নেতৃবৃন্দ।